Back  

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :স্প্রিংকলার সেচ পদ্ধতিতে রসুন উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ
১. ইহা এমন একটি সেচ পদ্ধতি যা জলাধার হতে পাম্প, পানি বিতরণের পাইপ এবং স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে পানি বাতাসে স্প্রে করে ছোট ছোট ফোঁটা আকারে বৃষ্টির মত করে ফসলের জমিতে প্রয়োগ করা হয়। ইহা ওভারহেড সেচ পদ্ধতিও নামে পরিচিত।
২. খরাপ্রবণ এলাকায় সেখানে পানির ঘাটতি আছে সেসব অঞ্চলে এই প্রযুক্তিতে সেচ প্রয়োগ করা যেতে পারে।
৩. ফসলের চাহিদা অনুযায়ী ৮ থেকে ১০ দিন অন্তর অন্তর স্প্রিংকলার পদ্ধতিতে রসুনে সেচ প্রয়োগ করতে হয়।
৪. সেচের পানি বাস্পায়নজনিত কারণে অপচয় রোধ করার জন্য ফসলের জমিতে সেচ সাধারণত সকালে, বিকালে বা রাত্রে প্রয়োগ করতে হবে। কোন অবস্থাতেই প্রচন্ড ঝড় বা রোদ্রের সময় স্প্রিংকলার পদ্ধতিতে সেচ দেওয়া যাবে না।

স্প্রিংকলার সেচ পদ্ধতিতে রসুন উৎপাদন ছবি-১

স্প্রিংকলার সেচ পদ্ধতিতে রসুন উৎপাদন ছবি-২


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back