Back  

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পাওয়ার টিলার চালিত ইনক্লাইন্ড প্লেট সিডার

বিস্তারিত বিবরণ : 
সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিস্কার করা যায়, গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। সারিতে ও নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় সহজে বীজ বোনার জন্য পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এ যন্ত্র দিয়ে চাষ করা জমিও চাষবিহীন অবস্থায় বেলে ও বেলে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্রা, পাট, তৈল বীজ ও ডাল শস্য সারিতে বোনা যায়।
বৈশিষ্ট্যসমূহ:
১। যন্ত্রটি পাওয়ার টিলার চালিত।
২। এ যন্ত্র বীজকে নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বপন করে।
৩। বীজের মান ভাল হলে ভাল অঙ্কুরোদগম এবং পর্যাপ্ত সংখ্যাক চারা গাছ নিশ্চিত করা যায়।
৪। এটি ব্যবহার করে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ১০-৪০ শতাংশ বীজ কম লাগে এবং ফলনও ১০-১৫% বৃদ্ধি পায়।
৫। সারিবদ্ধভাবে বীজ বপনের ফলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা যায়। ফলে আগাছা দমন, কীটনাশক প্রয়োগসহ অন্যান্য আন্তধপরিচর্যা করার জন্য প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ২৫% সময় ও খরচ কম লাগে।
৬। বপন খরচ প্রতি হেক্টরে ৬০ টাকা (প্রতি ঘন্টায় ১৩ টাকা)
৭। প্রতি ঘন্টায় প্রায় ০.১৮ হেক্টর (৪৫শতাংশ) জমিতে বীজ বপন করা যায়।
৮। যন্ত্রটির বাজার মূল্য ১৭০০০ টাকা।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back