Back  

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম : মসুরের গোড়া পচা রোগ

বিস্তারিত বিবরণ : 
সনাক্তকারী বৈশিষ্ট্য (ছবি সহ):
• চারা অবস্থায় এ রোগ হলে গাছ হঠাৎ ঢলে পড়ে এবং মারা যায়।
• আক্রান্ত গাছের পাতা ক্রমান্বয়ে হলুদ রং ধারণ করে। গাছ নেতিয়ে পড়ে মারা যায়।
• আক্রান্ত স্থানে সাদা রং এর ছত্রাকের মাইসেলিয়া এবং সরিষার দানার মত স্কেলেরোসিয়াম গুটি দেখা যায়।

দমন ব্যবস্থাঃ
আংশিক পচাঁ মুরগীর বিষ্ঠা ৫ টন/হেঃ হারে বীজ বপনের কমপক্ষে ২১ দিন পূর্বে প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে পচাঁতে হবে। অতঃপর প্রো-ভেক্স (০.২৫%) নামক ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করে বীজ বপন করতে হবে। চারা গাজানোর ২০-২৫ দিন পর একবার এবং ৩৫-৪০ দিন পর দ্বিতীয় বার প্রোভেক্স ০.২৫% হারে পানিতে মিশিয়ে গাছের গোড়ায় মাটি ভালভাবে ভিজিয়ে দিন।


গোড়া পঁচা রোগাক্রান্ত মসুর ক্ষেত (ছবি - ১)

গোড়া পঁচা রোগাক্রান্ত মসুর ক্ষেত (ছবি - ২)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back